ছেলের গ্রেপ্তারের খবরে থানায় বাবা, সেখানে অচেতন হয়ে মৃত্যু।
সংবাদদাতাফেনী
আপডেট: ০৩ জুলাই ২০২৫, ২৩: ২২
ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে শুনে থানায় ছুটে গিয়েছিলেন বৃদ্ধ বাবা। হাতকড়া পরানো ছেলেকে দেখে কথা বলতে ঢোকেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে। সেখানে কথা বলতে বলতে জ্ঞান হারান। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে। নিহত ব্যক্তির নাম আলী আকবর (৭০)। তিনি ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আলী আকবরের ছেলে আলী হোসেন ফাহাদ ফেনীর শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার সন্ধ্যায় শর্শদি উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। ফাহাদের গ্রেপ্তারের খবর শুনে আলী আকবর বড় ছেলেকে নিয়ে থানায় ছুটে গিয়েছিলেন।
আনার আগেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। পরে নির্দিষ্ট সময়ের পর থানায় ফিরিয়ে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি পেয়ে ছাত্রলীগ নেতাকে পরিবারের জিম্মায় দেয় পুলিশ।
আলী হোসেন ফাহাদের মামাতো ভাই জাহিদুল আলম জানান, ফাহাদ ছাত্রলীগ করলেও কোনো অপরাধে জড়িত ছিলেন না। বাবার ব্যবসা দেখাশোনা করতেন তিনি। সরকার পরিবর্তনের পর বাড়িতে অবস্থান করলেও তেমন একটা বাইরেও যেতেন না। সম্প্রতি তিনি ফেসবুকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ কিছু পোস্ট করেছিলেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন। ওই সব পোস্টের কিছু স্ক্রিনশট একটি পক্ষ পুলিশকে দিয়েছে। সে কারণেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
0 Comments